
গাইবান্ধা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের একটি ঝটিকা মিছিল থেকে জেলা ছাত্রদল সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীমসহ ১১ নেতাকর্মীকে ও পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ মোট ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ ৮ ফেব্রয়ারী বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে তাদেরকে জেলা শহরের সার্কুলার রোডের সরকার প্লাজা থেকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটক অন্যদের নাম-পদবী জানা যায়নি।
সরেজমিনে দেখা গেছে, দুপুর পৌনে ২টার দিকে ১ নং রেলগেট থেকে একটি ঝটিকা মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের দিকে আসতে শুরু করে। এ সময় আগে থেকে অবস্থান নেয়া পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করে লাঠিচার্জ ও রাবার বুলেট ছোড়ে। এ সময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে জেলা বিএনপি অফিস সংলগ্ন সরকার প্লাজায় বিভিন্ন দোকানে আশ্রয় নেয়। পরে পুলিশ ১১ নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহমুদুনবী টুটুলসহ ৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।