
জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আসামীদের জেল জরিমানা হওয়ায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আনন্দ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার উক্ত মামলার রায় ঘোষণা হওয়া মাত্রই উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বঙ্গবন্ধু চত্ত্বরে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রিপন, রুহুল আমিন প্রমুখ।