
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, রায়কে কেন্দ্র করে বিএনপি অপরাজনীতি করছে। রায়ের সঙ্গে সরকারের কোন সংশ্লিষ্টতা নেই।
আজ বুধবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি অপরাজনীতি করছে।
সংবাদ সম্মেলনের শুরুতেই ওবায়দুল কাদের খালেদার অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত মামলার লিখিত তথ্যচিত্র তুলে ধরেন।