
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে বাগদাফার্ম এলাকায় হানিফ পরিবহনে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, থানা পুলিশের এস আই হাফিজুর রহমান, এস আই মজনু মিয়া, এ এস আই আসাদ সঙ্গীয় ফোর্স আজ ৬ ফেব্রয়ারী দুপুর ১২টায় ঘোড়াঘাট রোডে বাগদা ফার্ম এলাকা হতে ঢাকাগামী হানিফ পরিবহনে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করে ৪০ বোতল ফেনিসিডিল সহ মাদক ব্যবসায়ী আবু হোসেন কে গ্রেফতার করে।
ফেন্সিডিলসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আবু হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রায়পুর গ্রামের আঃ হাকিমের ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি ও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানায় পুলিশ।