
গাইবান্ধা জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার রেজিনূর রহমানের দিকনির্দেশনা ও গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান পিপিএম এর নির্দেশে থানার চৌকষ এস আই হাফিজের নেতৃত্বে এসআই আশুতোষ ও সঙ্গীয় ফোর্স সহ গোবিন্দগঞ্জের মায়ামনী মোড়ে ঢাকা টু রংপুরগামী এসআর পরিবহনে তল্লাশি চালিয়ে ১৬০০/- (এক হাজার ছয়শত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ রংপুর কোতয়ালী থানাধীন, ধাপ (ধাপ পাসারি পাড়া) এলাকার মৃত নেছার উদ্দীনের পুত্র ইয়াবাকারবারী মোখলেছুর ইসলাস@শান্তকে গ্রেফতার করে।
থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত ইয়াবা কারবারী মোখলেছুর ইসলাম @শান্ত এর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। এ মাদক কারবারীর নামে রংপুর জেলার কোতয়ালী থানার একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন আছে।