
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা হলদিয়া ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়। আজ ৩ ফেব্রয়ারী শনিবার উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দিঘলকান্দি মোলাপাড়া আশ্রয়ন-২ প্রকল্পের মাটির কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আলহাজ্ব এ্যাড. ফজলে রাব্বি মিয়া এমপি।
হলদিয়া ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার ঘোষ, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুল রহমান, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, জেলা কৃষকলীগ সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক, সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক কুমার পাল, উপজেল প্রকৌশলী শামিউল হাসান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু প্রমুখ।
এর আগে ডেপুটি স্পিকার উপজেলার যোগিপাড়ায় হীরামনি ক্লিনিকের শুভ-উদ্বোধন করেন। পরে হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম খাইরুজ্জামানের কবর জিয়ারত করেন।