
‘ব্ল্যাক হিস্ট্রি’ মাস স্মরণে ইভাঙ্কা ট্রাম্প তার নতুন এক টুইটে ‘সকল আমেরিকানদের জন্য বৃহত্তর সমতার’ আহ্বান জানিয়েছেন। তার এই টুইটে ইভাঙ্কাকে ব্যাপক তুলোধুনো করা হয়েছে।
তার এই টুইটের জবাবে তাকে প্রশ্ন করা হয়েছে ‘আপনি কি আপনার বাবার সঙ্গে কথা বলে নিয়েছেন?’
বৃহস্পতিবার ‘ব্ল্যাক হিস্ট্রি’ মাসের প্রথম দিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ও তার উপদেষ্টা টুইট করেছেন: ‘#ব্ল্যাক হিস্ট্রি মাসে আমরা হারিয়েট টুবমান, রোসা পার্ক এবং ড. মার্টিন লুথার কিং জুনিয়রের মতো নায়কদের উদযাপন করি – যারা স্বাধীনতার জন্য লড়াই করেছেন এবং আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব আমেরিকানদের জন্য বৃহত্তর, সমতা, মর্যাদা এবং সুযোগ তৈরি করতে অব্যাহতভাবে কাজ করছি।’
তার এই টুইটে ব্যাপক প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। অনেকেই তার কথাকে ‘ভণ্ডামি’ বলে মন্তব্য করেছেন এবং তার বাবার বর্ণবাদী কর্মকাণ্ডের জন্য ফার্স্ট ডটারকে অভিযুক্ত করেছেন।
অন্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের ঐতিহাসিক অবদানকে উদযাপন করার উদ্দেশ্যে মাসব্যাপী ট্রাম্পের ‘অল আমেরিকান’ ঘোষণার প্রসঙ্গ টেনে এনেছেন।
একজন মন্তব্যকারী লিখেছেন,‘ব্ল্যাক হিস্ট্রি মাস স্মরণে ইভাঙ্কা কি আসলেই সকল আমেরিকানদের কথা বলেছেন?’
গত আগস্ট মাসে ভার্জিনিয়ার শার্লটসভিলে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের একটি সমাবেশে মারাত্মক সহিংসতার বিষয়ে ট্রাম্পের মন্তব্যের প্রসঙ্গ টেনে অন্য একজন লিখেছেন, ‘আপনি আপনার বাবাকে ট্যাগ করুন। আমি মনে করি না তিনি জানেন।’
আরেকজন টুইটার ব্যবহারকারী গত বছর ‘ব্ল্যাক হিস্ট্রি’ মাস উপলক্ষে দেয়া বক্তৃতায় ফ্রেডেরিক ডগলাসকে প্রেসিডেন্ট ট্রাম্পের রেফারেন্সের উপহাস করেন।
ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও বৃহস্পতিবার ‘ব্ল্যাক হিস্ট্রি’ মাস উপলক্ষে তার টুইটের জন্য অনুরূপ সমালোচনার মুখোমুখি হয়েছেন।
মেলানিয়া্ তার টুইটে বলেন, ‘আজকে ব্ল্যাক হিস্ট্রি মাস উৎযাপিত হচ্ছে। এই বৈচিত্র্য উদযাপনের মাধ্যমে আমাদের একত্রিত হওয়ার সময় এসেছে।’
তার টুইটের জবাবে একজন লিখেছেন, ‘আপনি কী বুঝাতে চাচ্ছেন-আসুন একসঙ্গে দেয়াল নির্মাণ করি? কারণ আপনি খারাপ বৈচিত্র্যকে উদযাপন করছেন না।’
অন্য আরেকজন লিখেছেন, ‘এ ব্যাপারে আপনি আপনার স্বামীর সঙ্গে কথা বলে নিয়েছেন কী?’
সূত্র: পিপল পলিটিক্স