
গাইবান্ধার ফুলছড়িতে দুঃস্থ অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আজ ২ ফেব্রয়ারী শুক্রবার বিকেলে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে ব্যক্তিগত তহবিল হতে দুঃস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি।
এর আগে ডেপুটি স্পিকার ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেনের স্মরণ সভায় যোগদান করেন। এসময় যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি।
এ স্মরণ আরো সভায় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান ও আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম প্রমুখ।
স্মরণ সভার আগে মরহুমের কবর জিয়ারত করেন ডিপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এমপি সহ স্থানীয় নেতৃবৃন্দ।