1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসন; সব ক্ষেত্রে উপেক্ষিত নৃগোষ্ঠী, উন্নয়নের নামে এক দীর্ঘ প্রতীক্ষা গোবিন্দগঞ্জে বেগম জিয়ার আত্মার শান্তিতে সনাতনী সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা তারাগঞ্জে এবি পার্টির নেতা ইউনুস গ্রেপ্তার পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’-এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল বাস্তবায়নে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত গাইবান্ধার চরাঞ্চলে র‌্যাব-১৩এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু ষড়যন্ত্র করে কেউ বিএনপিকে দমিয়ে রাখতে পারবে না : তারেক রহমান পীরগঞ্জে ভাগাড়ে পরিণত ঢাকাইয়া পট্টি মার্কেট ;অবহেলা, দায়িত্বহীনতা ও নাগরিক অসহায়ত্বের প্রতিচ্ছবি সাংবাদিকদের ‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, চাপের মুখে বক্তব্য প্রত্যাহার ড. বদিউল আলমের

ফাইভ স্টার হোটেলে বিএনপির সভা হয়, ভাবতেও লজ্জা লাগে: হাছান মাহমুদ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৩৫ বার পড়া হয়েছে

 

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,‘বিএনপির কার্যনির্বাহী কমিটির প্রথম সভা তিন বছর পর ফাইভ স্টার হোটেলে হতে যাচ্ছে,এটা আমার কল্পনা করতেও লজ্জা লাগে’।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ ঘোষণা দেন।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি যদি কোনো প্রকার নাশকতা করে তাহলে তাদেরকে প্রতিহত করা হবে।

হাছান মাহমুদ বলেন, আজকের এখানে যারা উপস্থিত আছেন, আমি আপনাদের অনুরোধ জানাই, আগামী ৭, ৮, ৯ তারিখে আমরা রাজ পথে থাকব। আবার যদি শ্রমজীবী মানুষের ওপর পেট্রোল বোমা মারা হয় আমরা বসে থাকব না। আমরা তাদের ধরে আইনশৃংখলা বাহিনীর হাতে তুলে দিব।

হাছান মাহমুদ আরো বলেন, বিএনপি যেসব দেশের উদাহরণ দেয়, সেসব দেশে কি তত্ত্বাবধায়ক সরকার আছে?, নেই। আগামী নির্বাচন বর্তমান প্রধানমন্ত্রীর অধীনেই হবে। এই সরকারই নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।

বিএনপির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, আপনাদের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা তিন বছর পর ফাইভ স্টার হোটেলে হতে যাচ্ছে, আর আওয়ামী লীগের সভা প্রতি তিন মাসে একবার করে হয়। রাজনৈতিক দলের সভা ফাইভ স্টার হোটেলে হয় আমি কোনো দিন শুনিনি। এটা আমার কল্পনা করতেও লজ্জা লাগে।

তিনি বলেন, ফাইভ স্টার হোটেলে যারা বসবাস করে, ফাইভ স্টার হোটেলে যারা খায়, ফাইভ স্টার হোটেলে যারা থাকে বিএনপি তাদের প্রতিনিধিত্ব করে। তারা সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করে না।

সাবেক এ মন্ত্রী আরো বলেন, এতো বড় ঢাকা শহরে সভা করার জন্য আপনারা ফাইভ স্টার হোটেল ছাড়া কোনো জায়গা খুঁজে পেলেন না? আওয়ামী লীগের মিটিং কখনও ফাইভ স্টার হোটেলে হয়নি। কোনো দিন হবে না।

এর কিছু দিন আগে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছিলেন, ‘বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র ও পক্ষ আজ ষড়যন্ত্র করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটনা, বেগম খালেদা জিয়ার আদালতে যাওয়ার ঘটনা, ফখরুলের বক্তব্য ও রিজভীর বক্তব্য সবগুলো একই সূত্রে গাঁথা’।

বাংলাদেশের আদালত স্বাধীন উল্লেখ তিনি বলেন,‘বেগম জিয়ার বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিতর্কিত বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতারা। বাংলাদেশের সমস্ত আদালত স্বাধীন বিধায় বাংলাদেশ আওয়ামী লীগের টিকেটে নির্বাচিত এমপি কারাগারে আছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের আদালতে হাজিরা দিতে হয় এমনকি মন্ত্রীদের আদালতে গিয়ে ক্ষমা প্রার্থনা করতে হয়। বাংলাদেশের আদালত স্বাধীন বিধায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের বিচার হয় ফাসি হয়। বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন সময়ে আদালত স্বাধীন ছিলো না বিধায় মির্জা ফখরুল ইসলাম সাহেবরা মনে করেন তাদের সময় আদালত যেভাবে কাজ করতো এখনো মনে হয় সেই ভাবে আদালত কাজ করে। আদালত স্বাধীন বেগম জিয়ার শাস্তি হতে পারে এবং খালাসও পেতে পারেন’।

ড. হাছান মাহমুদ আরো বলেন,‘৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার বিচারের রায় হবে, এই রায়ের পর দেশে বিশৃঙ্খলা করার অপচেষ্টা চালানো হবে। আমরা সরকারি দল হিসেবে সরকারি দলের নেতা হিসেবে দেশের বিশৃঙ্খলা বন্ধ করা আমদের কর্তব্য’।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft