
এবার বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুনকে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ জানিয়েছে বিষয়টি তারা জানেন না।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তার শান্তিনগরের বাসা থেকে সাদা পোশাকের পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে বলে জানিয়েছেন তার মামা মিজানুর রহমান লিটন। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে পরিবারের কেউ এখনো জানেন না বলে জানান লিটন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ জানান, এ ধরনের কোনো খবর আমার কাছে নেই। তাছাড়া আমি এমন খবর জানিও না।
গত মঙ্গলবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিয়ে গুলশানের বাসায় ফেরার সময় খালেদা জিয়ার গাড়িবহরের সামনে থাকা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নেতাকর্মীরা প্রিজন ভ্যানের তালা ভেঙে আটক দুই নেতাকে উদ্ধার করে নিয়ে যায়।
এরপর থেকে এই ঘটনায় শাহবাগ ও রমনা থানায় বিএনপির শীর্ষ নেতাদের নাম উল্লেখ করে কয়কশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।ওই হামলার পর গত দুইদিনে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, অনিন্দ্য ইসলাম অমিত, আজিজুল বারী হেলালসহ ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এছাড়া বুধবার সন্ধ্যা থেকেই হঠাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় ও বাসভবনের সামনে সাদা পোশাকে গোয়েন্দা বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে। ঘিরে ফেলা হয়েছে বেগম খালেদা জিয়ার বাসভবনের আশেপাশের পুরো এলাকা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার পর থেকেই পুরো গুলশান এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। সাধারণ পথচারীদের দফায় দফায় চেক করা হচ্ছে।
নয়াপল্টনে দলের কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেছেন, ‘সরকার যে ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে সেই লক্ষণ স্পষ্ট।’ তিনি অভিযোগ করেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ও বাসভবনের সামনে সাদা পোশাকে গোয়েন্দা বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, ‘খালেদা জিয়ার বাসভবনের সামনে সাদা পোশাকে গোয়েন্দা বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে। জানি না এর কারণ কী। সরকার যে ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে সেই লক্ষণ স্পষ্ট।’
রুহুল কবির রিজভী জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে আসা-যাওয়ার পথে আজ বিএনপির শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পুলিশের লাঠিপেটায় ৫০ জন আহত হয়েছেন।
রিজভী বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ব্যাপক জনপ্রিয়। এ কারণে আওয়ামী লীগ সরকার তা সহ্য করতে পারছে না।’
তিনি আরো বলেন, ‘সরকার একের পর এক কালো আইন তৈরি করছে, যেন তার বিপক্ষে কেউ টু শব্দটি না করতে পারে।’