
গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম ফুলছড়ি উপজেলায় অভিযান চালিয়ে মাদক সেবনসহ জুয়া খেলারত অবস্থায় ১২ জনকে হাতে-নাতে আটক করেছে। জানা যায়, আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের টিয়ালার ভিটা এলাকায় গাইবান্ধা ডিবি পুলিশ অভিযান চালিয়ে টিয়ালার ভিটা মৃত খইরা শেখের ছেলে সেকেন্দার আলী (৪০), মৃত কাশেম আলীর ছেলে ফারুক হোসেন (২৫), মৃত ওসমান গণির ছেলে আয়নাল হক (৩০), সবুর আলীর ছেলে আশরাফুল হোসেন (৩০), হযরত আলীর ছেলে আব্দুল্লাহ (৩৫), মৃত ওসমান গণির ছেলে জয়নাল হোসেন (৪০), আব্দুল কুদ্দুসের ছেলে আলমগীর হোসেন (২৮),
হযরত আলীর ছেলে খালেক হোসেন (৩৭), মৃত মনছুর আলীর ছেলে শাহ্ আলী (২৮), সায়েদ আলীর ছেলে সানোয়ার হোসেন (২৪), একই ইউপি’র উত্তর উরিয়া গ্রামের মনছুল হকের ছেলে যুবরাজ (৩০) ও উত্তর কাঠর গ্রামের খোকা শেখের ছেলে খলিল হোসেনকে (৩৬) মাদক সেবনসহ জুয়া খেলারত অবস্থায় আটক করে। আটককৃতদের বিরুদ্ধে ফুলছড়ি থানায় জুয়া আইনে ৩/৪ ধারায় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২ঘ ধারায় মামলা দায়ের হয়েছে।