
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ধর্মীয় চেতনায় আঘাত করে এমন বই বইমেলায় আনা যাবেনা। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বই মেলায় আনলে সেই প্রকাশকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার দুপুরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বই মেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় ঘোষণা করা হবে। তবে ওই রায়কে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তা হলে তাদের শক্ত হাতে দমন করা হবে।
তিনি বলেন, দেশের কোনো নাগরিক আইনের ঊর্ধ্বে নয়। কেউ যদি আইন ভঙ্গের চেষ্টা করে, জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কর্মকাণ্ড করে তবে তা কঠোর হাতে দমন করা হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ডিএমপি কমিশনার বলেন, বই মেলা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিবারের ন্যায় এবারো অমর একুশে বইমেলায় নিশ্ছিদ্র ও কঠোর নিরাপত্তা দেবে পুলিশ।
তিনি জানান, বইমেলার ভিতরে ও বাইরে পর্যাপ্ত সংখ্যক সাদা পোশাকে ও ইউনিফর্মে পুলিশ ডিউটিতে নিয়োজিত থাকবে। সিসিটিভি দিয়ে মেলার ভেতরে ও চারপাশে সার্বক্ষণিক পর্যবেক্ষন করা হবে। ইভটিজিং ও অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে থাকবে পুলিশের ফুট ও মোটরসাইকেল পেট্রোলিং। নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানে থাকবে ওয়াচ টাওয়ার, ফায়ার টেন্ডার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। বইমেলার আশপাশ হকার মুক্ত করা হবে। বাংলা একাডেমির স্টিকার ব্যতীত কোনো গাড়ি মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না।
তিনি আরো বলেন, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এবারো মেলায় প্রবেশ ও বের হওয়ার জন্য থাকবে আলাদা গেট। প্রত্যেক দর্শনার্থীকে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দ্বারা তল্লাশির মাধ্যমে মেলায় প্রবেশ করতে হবে। মেলায় দর্শনার্থীদের বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
এছাড়াও কমিশনার বলেন, যদি কোনো লেখক ও প্রকাশকের বিশেষ নিরাপত্তার প্রয়োজন হয় তাহলে মেলায় স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করলে তাদের নিরাপত্তা প্রদান করা হবে।
আছাদুজ্জামান মিয়া বলেন, কোনো নতুন বই মেলায় এলে বাংলা একাডেমি তা যাচাই বাছাই করে দেখবে। যাতে করে কোনো বই ধর্মীয়, সামাজিক ও জাতীয় মূল্যবোধে আঘাত না করতে পারে। মেলার নিরাপত্তা বিধানে যার যে দায়িত্ব তাকে সঠিকভাবে পালন করতে আহবান জানান ডিএমপি কমিশনার।
প্রসঙ্গত প্রতি বছর অমর একুশে বইমেলার আয়োজন করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে চলবে এই অমর একুশে বইমেলা।