
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে এক হাজার টাকার ১৯টি জাল নোটসহ চক্রের সদস্য ফুল মিয়াকে (৪২) হাতে-নাতে গ্রেফতার করেছে পুলিশ।এ ব্যাপারে ৪ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে।
থানা সূত্র জানায়,উপজেলার পবনাপুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারসহ নানা স্থানে একটি চিহৃিত চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন মূল্যমানের জাল টাকার নোট চালিয়ে আসছিল।
গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার রেজিনূর রহমানের দিক নির্দেশনায় ও থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলমের নির্দেশে গতকাল বুধবার রাতে থানার এস.আই তয়ন কুমারের নেতৃত্বে এস.আই ফারুক, আব্দুর রউফ,সেলিম ও এএসআই এনামুল হক অভিযান চালিয়ে ফুল মিয়াকে তার বাড়ী থেকে হাতে-নাতে গ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অপর বেশ কয়েকজন সদস্য পালিয়ে যায়।
থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত ফুল মিয়া উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের মৃত নূরুল ইসলাম সরকারের ছেলে।