
গাইবান্ধা জেলার পলাশবাড়ী জুনদহ এলাকায় ঢাকা- রংপুর মহাসড়কে ঢাকাগামী আলু বোঝাই ট্রাকের ধাক্কায় মটর সাইকেল চালক ও আরোহী শ্যালক ভগ্নিপতি ২ ঘটনাস্থলে নিহত হয় । ঘাতক ট্রাক ও চালক আটক করেছে পুলিশ।
পলাশবাড়ী থানা সূত্রে জানা যায়, আজ ২৬ জানুয়ারী শুক্রবার সকাল ৯ ঘটিকার সময় পলাশবাড়ীর জুনদহ নামক স্থানে ঢাকা মহাসড়কের উপরে ঢাকাগামী আলু বোঝাই ট্রাকের ধাক্কায় মটরসাইকেল চালক পল্লী চিকিৎসক শ্যালক হযরত আলী হারুন ও আরোহী ভগ্নিপতি খোরশেদ আলম বিপ্লব ঘটনাস্থলে নিহত হয়।
নিহত হযরত আলী হারুন গোবিন্দগঞ্জ থানার শালমারা গ্রামের আজিজ আলীর পুত্র ও খোরশেদ আলম বিপ্লব বগুড়া জেলার শিবগঞ্জ থানার নাজির হোসেনের পুত্র।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ এখবর নিশ্চিত করে জানান,নিহত ২ জন পরস্পরের আত্মীয় শ্যালক ও ভগ্নিপতি তারা পেশায় পল্লী চিকিৎসক ভেটেনারী। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালক কে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। তিনি আরো জানান,নিহতদের মরদেহ বর্তমানে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে আছে। নিহত ব্যক্তিদের পরিবারের কাছে আইনগত প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।