
গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার দুস্থ অসহায় ও শীতার্থ প্রায় ২ হাজার পরিবারের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
আজ ২৪ জানুয়ারী বুধবার পলাশবাড়ী এ এস বি পি দ্বি- মুখী সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে থেকে এসব কম্বল বিতরণ করা হয়।
গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, প্রস্তাবিত পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের উদ্যোগে ও গাইবান্ধা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, মনোহরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দানবীর মাজেদুর রহমান দুলু সহ বিশিষ্ট ব্যক্তি বর্গের উপস্থিতিতে দিন ভর কম্বল বিতরণ করা হয়।
পরে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান বিচ্চুর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য, মনোহরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দানবীর মাজেদুর রহমান দুলু।
এসময় আরো বক্তব্য রাখেন, সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোখলেছ প্রধান, পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম,বেতকাপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গণি মিয়া,মহদীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহিউজ্জামান খোকন, ঢোলভাঙ্গা বালিকা বিদ্যালয়ের সভাপতি চপল চৌধুরী প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন।
এসময় উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী, গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতৃবৃন্দ সহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।