1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত গাইবান্ধায় নবাগত ডিসি মাসুদুর রহমান মোল্লা’র যোগদান গোবিন্দগঞ্জে নির্যাতিত ও ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে বিক্ষোভ অর্থের অভাবে ধান কাটতে না পারা চার কৃষকের ৩ একর জমির ধান কেটে দিলেন লালমনিরহাট কৃষকদল ‎ পীরগঞ্জে হানি ট্র্যাপের ঘূর্ণাবর্তে প্রধান শিক্ষক স্বপন কুমার; অন্যদিকে রাসলীলা উপভোগে উন্মত্ত সহকারি শিক্ষক রামকৃষ্ণ রায়! পীরগঞ্জে খোলা পেট্রোল বিক্রি হচ্ছে এসি ল্যান্ড অফিসের সামনে! উদ্দীপনায় পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তারাগঞ্জে পুকুরের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণঅভ্যুত্থান দমন মামলায় হাসিনা–কামালের মৃত্যুদণ্ড “পলাশবাড়ীতে জামায়াতের শোকরানা নামাজ আদায়” পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল ইউএনও’র নেতৃত্বে রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

‘নাসিক আমার এখতিয়ার, কেউ হস্তক্ষেপ করলে তা নগরবাসী মেনে নেবে না’

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮
  • ২৫ বার পড়া হয়েছে

 

‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন আমার এখতিয়ার, এখানে কেউ হস্তক্ষেপ করলে তা নগরবাসী মেনে নেবে না, আমি রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাসী নই’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আইভী বলেন, ‘আমি হকারদের জন্য চারতলা মার্কেট করছি, সেখানে হকাররা যাবে। ফুটপাতে জনগণ হাঁটবে, এটা তাদের অধিকার।’

তিনি বলেন, ‘আমার সঙ্গে কারো রাজনৈতিক বা পারিবারিক বিরোধ নেই। যেটা আছে, সেটি আদর্শগত, নীতিগত। সেখানেও আমি অনমনীয়।’

আইভি বলেন, ‘আমি নারায়ণগঞ্জবাসীর সেবা করতে চাই। মেয়র হিসেবে আমি সকলের নেতা (লিডার)। আই অ্যাম এ লিডার, আই অ্যাম এ ফাইটার।’

তিনি বলেন, ‘আমি ভালো আছি। ল্যাবএইড হাসপাতাল থেকে আজ বাড়ি যাচ্ছি। আমি সবার প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে প্রধানমন্ত্রী এবং নারায়ণগঞ্জবাসীর প্রতি, যারা আমাকে সশস্ত্র হামলা থেকে নিরস্ত্রভাবে রক্ষা করেছেন। সত্যের জয়, নৈতিকতার জয়কে কেউ হারাতে পারে না, নারায়ণগঞ্জবাসী প্রমাণ করেছে। আমাদের স্পিডকে কেউ পেছাতে পারবে না।’

এর আগে চিকিৎসাধীন আইভীর পক্ষ থেকে জানানো হয়েছে হাসপাতাল ছাড়ার বিস্তারিত তথ্য তুলে ধরবেন। সোমবার রাতে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ মুঠোফোনের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাইফুর রহমান লেনিন বলেন, মঙ্গলবার মেয়র আইভী হাসপাতাল ছাড়বেন। বাড়ি যাওয়ার আগে সংবাদ সম্মেলন করবেন তিনি।

গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ শহরের ফুটপাত থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে মেয়র আইভী ও স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। গত ১৮ জানুয়ারি বিকালে মেয়র আইভী সিটি ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওই দিন বিকাল পৌনে পাঁচটার দিকে তাকে নারায়ণগঞ্জ থেকে এনে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে রাখা হয় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ)। গঠন করা হয় পাঁচ সদস্যের মেডিকেল টিম।

দুই দিন পর্যবেক্ষণ শেষে গত ২০ জানুয়ারি রাত আটটার দিকে মেয়র সেলিনা হায়াৎ আইভীর শারীরিক অবস্থার উন্নতি হয় বলে জানান অধ্যাপক ড. বরেণ চক্রবর্তী। তিনি তখন সাংবাদিকদের জানান, স্ট্রোকের কারণে তার মস্তিষ্কের পেছনের অংশে ক্ষত হয়েছিল।

গত রবিবার সকালে মেয়র আইভীকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র থেকে (আইসিইউ) থেকে কেবিনে নেয়া হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft