
রাজধানীর সবুজবাগের আহমদনগর এলাকার একটি টিনশেড ঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সবুজবাগ থানা পুলিশ। তারা হলেন- মা শান্তনা বেগম (২৭) ও মেয়ে মাহফুজা (৭)। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, শান্তনা বেগমের স্বামী মামুন ডিশ সংযোগের কাজ করেন। তিনদিন আগে তিনি শালিকে (শান্তনা বেগমের বোন) নিয়ে পালিয়ে যান। তারা একই বাসায় থাকতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ফকির গণমাধ্যমকে বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছি।’