
গাইবান্ধার পলাশবাড়ীতে পড়ালেখায় উদ্বুদ্ধকরণে শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে এই প্রথম টিফিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর আলম ও বিদ্যালয় প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সহকারী শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।