
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শীতার্তদের মাঝে ঢাকাস্থ আনন্দ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে ৫ হাজার ৬শ’ পিচ কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকাল থেকে উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকায় শীতার্ত মানুষের মাঝে এসকল কম্বল বিতরণ করেন ঢাকাস্থ আনন্দ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা আ.লীগ নেতা আফরোজা বারী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মনজু, আ.লীগ নেতা দীপক কুমার বাবলু, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক তাজুল ইসলাম, সোনারায় ইউনিয়ন আ.লীগ সভাপতি রনজিৎ কুমার, আ.লীগ নেতা সাইফুল ইসলাম প্রিন্স, গোলজার রহমান, উপজেলা যুব মহিলা নেত্রী বিউটি বেগমসহ বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতা কর্মী ও গণ্যমান্য বক্তিগণ।