
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় আজ ১৩ জানুয়ারী শনিবার সকাল ৯ টা হতে ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর চূড়ান্ত তালিকার নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ শুরু হবে।
চুড়ান্ত তালিকা (প্রশিক্ষণের জন্য যারা মনোনীত)
ব্যাচ সমুহসংযুক্ত তালিকার নির্বাচিত নিম্নোক্ত ক্রমিকধারীগণ তাদের ক্রমিক অনুযায়ি ব্যাচের অন্তর্ভূক্ত হবেন।
ক্রমিক নাম্বার ও ব্যাচ
—————————————————————————
১-১০০০ প্রথম ব্যাচ
১০০১- ২০০০ দ্বিতীয় ব্যাচ
২০০১- ৩০০০ তৃতীয় ব্যাচ
৩০০১-৪০০০ চতুর্থ ব্যাচ
৪০০১- ৫০০০ পঞ্চম ব্যাচ
৫০০১- ৫০৪০ ষষ্ঠ ব্যাচ।
এখবর নিশ্চিত করে গণমাধ্যমে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর যাচাই বাছাই কমিটির উপজেলা সভাপতি এস এম গোলাম কিবরিয়া।