1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে প্রার্থীতা ফিরে পেলেন ৪ প্রার্থী অসহায় বৃদ্ধা মা ও ছেলের পাশে খাবার ও শীতবস্ত্র নিয়ে দাঁড়ালেন পলাশবাড়ীর ইউএনও ঠাকুরগাঁও-৩ আসনের ভেতরের রাজনীতি,ডিজিটাল প্রচারণা, নীরব গ্রুপিং ও বাস্তব ক্ষমতার লড়াই গাইবান্ধায় গোল্ডেন এইটটিস সংগঠনের উদ্যোগে প্রাথমিকের শিক্ষার্থীদের সোয়েটার ও কেডস বিতরণ গাইবান্ধায় দুঃস্থ অসহায় শীতার্ত মানুষের মধ্যে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন-৯৪ এর শীতবস্ত্র বিতরণ বাসে অজ্ঞানপার্টির খপ্পরে গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান গাইবান্ধায় বধ্যভূমি সংরক্ষণ কমিটির উদ্যোগে বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ পলাশবাড়ীতে সুধীজনের সাথে মতবিনিময় সভায় সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার দেশ গড়তে খালেদা জিয়ার দেখানো পথেই এগিয়ে যেতে আহ্বান বিশিষ্ট নাগরিকদের আজ পবিত্র শবে মেরাজ

সরকারি ২৫টি খাতের দুর্নীতি অপচয় বন্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: ইকবাল মাহমুদ

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ জানুয়ারি, ২০১৮
  • ৩৬ বার পড়া হয়েছে

সরকারি ২৫টি খাতের দুর্নীতি অপচয় বন্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সোমবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমরা দৃশ্যমান পদক্ষেপ নিয়েছি যাতে সকলে বুঝতে পারে দুর্নীতির বিরুদ্ধে কিছু একটা হচ্ছে।

প্রাইভেট ব্যাংকিং সেক্টরে কেলেঙ্কারী বাড়ছে কিনা, এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান আরো বলেন, ‘ব্যাংকিং খাতে সুশাসন অব্যাহত থাকবে, ব্যাংকের বোর্ডগুলো ভালভাবে কাজ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। কারণ হচ্ছে প্রবৃদ্ধি, এই খাতে ১৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। যেখানে নিয়ম থাকে সেখানে কিছু অনিয়ম তো থাকেই। সেই জন্যই তো আমাদের মত সংস্থা।

বড় বড় প্রজেক্টে দুর্নীতি প্রতিরোধে সরকারের সহযোগিতা প্রসঙ্গে ইকবাল মাহমুদ বলেন,‘আমরা সরকারকে বলেছিলাম বড় বড় প্রজেক্টে যদি তারা মনে করেন, দুর্নীতি প্রতিরোধ করার জন্য আমাদের সাহায্য দরকার, এমনকি ক্যাবিনেট ডিভিশনকেও বলেছিলাম যে, বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের সাহায্যর জন্য। তবে আমরা আসলে এ বিষয়ে তেমন কোনো রেসপন্স পাইনি।’

তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ স্ব প্রনোদিত হয়েই করছি। আমরা লক্ষ্য রাখছি। দুর্নীতি প্রতিরোধের বিষয়টা চলমান। সরকার চেষ্টা করছে। দুর্নীতি হওয়ার আগেই যাতে দুর্নীতি বন্ধ ও প্রতিরোধ করা যায়। এটা বুঝতেও সময় লাগে।

আগামি নির্বাচনে প্রার্থীদের সম্পদের সঠিক হিসাব দেওয়ার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, দুদকের ভুমিকা একটাই আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা হলফনামা সঠিকভাবে দিবেন, সেটাই আমরাও চাই। ইতোমধ্যে দু-একজন সংসদ সদস্যর ব্যাপারে আমরা ইলেকশন কমিশনে লিখেছি যে, তাদের সম্পদ বিবরণী সঠিক নয়। যারা জনগণের প্রতিনিধি হবেন, জনগণ জানুন তারা সঠিকভাবে নির্বাচন কমিশনে সম্পদের সঠিক হিসাব নিবেন।

তিনি বলেন, পাঁচ বছর কর্মপরিকল্পনার দ্বিতীয় বছর শুরু হয়েছে। আপনারা জানেন ২০৩০ সালের মধ্যে চীন-জাপানসহ বিভিন্ন দেশে প্রায় ২৭ কোটি জনশক্তি লাগবে। এজন্য জনশক্তি শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষা ব্যবস্থা দুর্নীতর কোনো প্রভাব যাতে না পড়ে সেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।

দুদক চেয়ারম্যান বলেন, এ বছর চেষ্টা করব প্রকৌশলী সংস্থাগুলোতে যাতে টেন্ডারে ও ক্রয়-বিক্রিয়ে যাতে অনিয়ম না হয় সেজন্য সরকারি অর্থ অপচয় না হয় সেই বিষয়ে কাযকরী ব্যবস্থা গ্রহনে প্রকৌশলীদের সাথে সভা করে বলব। কারণ সরকারের বাজেটের সিংহ ভাগই যায় প্রকৌশলীদের মাধ্যমে। আমরা যাচ্ছি যাতে জনগণের অর্থ সঠিকভাবে ব্যয় হয়, যাতে কোনো দুর্নীতি না হয়।

এছাড়া আমরা ইদানিং দুঃখের সহিত লক্ষ্য করছি প্রায় ১০টি মামলায় মূলত যাতের আসামি হওয়ার কথা সেখানে তাদের স্ত্রীরাও আসামি হয়ে যাচ্ছেন। এটি একটি সামাজিক সমস্যা বলে মনে হচ্ছে। অবৈধ অর্থ যাতে দুর্নীতিবাজরা স্ত্রীদের নামে রাখতে না পারে এ বিষয়ে স্ত্রীদের সবাধান হওয়ার বিষয়ে কিছু একটা করার চেষ্টা করবেন বলে জানিয়েছে ইকবাল মাহমুদ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft