যথাযোগ্য মর্যাদা এবং ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে ভারতের মুম্বাইস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে।
দিবসটি উদ্যাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাণী পাঠ, আলোচনা সভা, দোয়া ও প্রার্থনা এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য চিত্র প্রদশর্নীর আয়োজন করা হয়।
এ উপলক্ষে সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচীর সূচনা করেন মুম্বাই-এ নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার মিজ্ সামিনা নাজ। এ সময়ে উপ-হাইকমিশনে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। বাণী পাঠ শেষে উপ-হাইকমিশনার আগত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার পর মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে এ সরকারের হাত ধরেই বাংলাদেশ স্বাধীন ও স্বার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়।
আলোচনা শেষে ঐতিহাসিক মুজিবনগর সরকারের সকল জীবিত সদস্যের সুস্বাস্থ্য এবং মৃতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে স্বাধীনতা অর্জনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় অবদানভিত্তিক একটি প্রামাণ্যচিত্র ‘স্বাধীনতা কী করে আমাদের হলো’ প্রদর্শন করা হয়।সূত্র- বাসস