
সংগঠনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আসার পথে বাসের ভেতর গ্যাস বেলুন ফেটে ছাত্রলীগের ৮ কর্মী দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফার্মগেট এলাকায় রায়দা পরিবহনের একটি বাসে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, আকাশ, রানা, রিফাত, রায়হান, মেহেদী, কাব্য, রওশন ও সৌরব। তাদের বয়স ১৮-২৫ হবে।
জানা গেছে, ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে তারা রায়দা পরিবহনের একটি বাস রিজার্ভ করে উত্তরা থেকে শাহবাগে আসছিলেন। এসময় তাদের সঙ্গে গ্যাসের বেলুন ছিল। বাসটি ফার্মগেট এলাকায় আসার পরই সঙ্গে থাকা গ্যাসের বেলুন ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের ৮ কর্মী দগ্ধ হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া এ তথ্য জানান। অগ্নিদগ্ধেদের মধ্যে রয়েছেন- সৌরভ, আকাশ, রানা, রিফাত, রায়হান, মেহেদী হাসান হিরা, রৌশন, কাব্যসহ উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের ১০ কর্মী।
এএসআই বাবুল মিয়া জানান, উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের নেতাকর্মীরা রায়দা পরিবহনের বাস ভাড়া করে বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। তাদের সবার কাছে গ্যাস বেলুন ছিল। হঠাৎ করে গ্যাস বেলুনগুলো বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এতে ১০ জন নেতা-কর্মী মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন।
তিনি আরও জানান, কী কারণে হঠাৎ বেলুনগুলো বিস্ফোরিত হলো তা এখনও জানা যায়নি।
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, জবিতে দফায় দফায় সংঘর্ষ
ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ৪ জানুয়ারি। এর আগের দিন বুধবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
৪ জানুয়ারি বুধবার বেলা ১১টার দিকে শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল গ্রুপের জুনিয়র কর্মীদের সঙ্গে সাধারণ সম্পাদক রাসেল গ্রুপের এ সংঘর্ষ সোহান ও স্বপন নামে দুজন আহত হয়েছেন। এর মধ্যে সোহান নামের একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সংঘর্ষে সাধারণ সম্পাদক গ্রুপের ছাত্রলীগ কর্মী জবি মার্কেটিং বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী সোহানকে কুঁপিয়ে জখম করে। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানান। এ খবর ছড়িয়ে পড়লে সকাল দশটার দিকে সংঘবদ্ধ হয়ে প্রথম দফায় সংঘর্ষে জড়িয়ে পরেন তারা। এসময় আহত হন অপর সভাপতি গ্রুপের এককর্মী জবি সমাজকর্ম বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী স্বপন।
সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে পদার্থবিজ্ঞান বিভাগের ১২ ব্যাচের অনিক স্বপ্নীল নামের সাধারণ সম্পাদক গ্রুপের এক ছাত্রলীগ কর্মীকে নিজ গ্রুপে কর্মী সংগ্রহের অভিযোগে পিটিয়ে আহত করে সদ্য ভর্তি হওয়া ১৩তম ব্যাচের কয়েজন শিক্ষার্থী। ১৩ তম ব্যাচের এই শিক্ষার্থীরা শুরু থেকে গোপালগঞ্জ গ্রুপের নামে সভাপতির কর্মী বলে ক্যাম্পাসে অবস্থান দেখিয়ে বেড়ায় বলেও অভিযোগ অনেকের।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ গ্রুপের কর্মীকে কুপিয়ে জখম ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পসে তিন/চার দফায় সংঘর্ষ হয়। এসময় ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে জবি প্রক্টর ড. নুর মোহাম্মদ সাংবাদিকদের বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। কিন্তু আমরা সপ্রনদিত হয়ে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। আমরা খুজে দেখছি কে বা কারা ক্যাম্পাসে এই অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে।
জয়নুল আবেদীন রাসেল আধিপত্য বিস্তারের বিষয়ের বিষয়টি অস্বীকার করে বলেন, ব্যাপারটি এমন নয়। সভাপতির উপস্থিতিতে একাধিক কর্মীর গায়ে হাত তোলা নিয়েজানতে চাইলে তিনি বলেন, এটা তিনি ঠিক করেন নি। তবে পরে তিনি বলেন, তিনি হয়তো পরিস্থিতি শান্ত করার জন্যও করে থাকতে পারেন। তবে শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনকে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের ফোনে পাওয়া যায়নি।
১৯৪৮ সালের ৪ জানুয়ারি আত্মপ্রকাশ করা সংগঠনটির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে ছাত্রলীগ চার দিনের কর্মসূচি গ্রহণ করেছে। আজ সকাল সাড়ে ৬টায় সারা দেশে সংগঠনের কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, ৬টা ৩০ মিনিটে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল ৮টায় কার্জন হলে কেক কাটা এবং বিকাল ৪টায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। ৬ জানুয়ারি সকাল ১০টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হবে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা। ৮ জানুয়ারি সোমবার দুপুর ২টায় সোপার্জিত স্বাধীনতা চত্বরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ৯ জানুয়ারি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং ১১ জানুয়ারি সকাল ১০টায় অপরাজেয় বাংলায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।