
বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা ছাত্রলীগের উদ্যোগে আজ ৪ জানুয়ারী বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়। সকালে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরআগে আনন্দ র্র্যালীর উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। র্র্যালীর শেষে পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুল লতিফ আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, সহ দপ্তর সম্পাদক মাসুদ রানা,সদর উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মতিয়ার রহমান, জেলা ছাত্রলীগ সিনিঃ যুগ্ম আহবায়ক রাহাত মাহমুদ রনি,যুগ্ন আহবায়ক শাহরিয়ার আহমেদ শাকিল, সদস্য মাবিয়া চৌধুরী নিয়াত,গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মাদ আসিফ,সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন, প্রমুখ।
এসময় সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও যুগ্ন আহবায়ক গণ সহ জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।