
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ যাতে আধুনিক ও উন্নত জীবন-যাপন করতে পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। রাজধানীর গণপরিবহনে র্যাপিড পাস ও ই-টিকিট কার্যক্রম এরই অংশ। কারণ বিশ্ব এগিয়ে যাচ্ছে, আর বাংলাদেশও পিছিয়ে নেই।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গণপরিবহনের জন্য সমন্বিত একই ই-টিকিট ব্যবহার পদ্ধতি ‘র্যাপিড পাস’ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী থাকার সময়টুকু সম্পূর্ণ কাজে লাগাতে চাই: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দেশ গড়তে এসেছি, দেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি। প্রধানমন্ত্রী থাকার সময়টুকু সম্পূর্ণ কাজে লাগাতে চাই। দুর্নীতি করতে বা নিজের ভাগ্য গড়তে ক্ষমতায় আসিনি। দেশের প্রতিটি মানুষ বা নাগরিক যাতে মাথা উচু করে চলতে পারে সে জন্য কাজ করছি।