ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সব চায়ের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই টিএসসি চত্বরে কোনো চায়ের দোকান খুলতে দেওয়া হয়নি।
চায়ের দোকানিরা জানান, রাতে প্রক্টোরিয়াল দলের সদস্যরা এসে মঙ্গলবার থেকে তাদের চায়ের দোকান খুলতে নিষেধ করেন। এদিন সকালেও দোকান খুলতে এলে তাদের বাধা দেওয়া হয়। বলা হয়, এখানে আর দোকান করা যাবে না।
তবে কেন তারা চায়ের দোকান খুলতে পারবেন না এ ব্যাপারে কিছু জানায়নি প্রক্টোরিয়াল দল।
এ বিষয়ে জানতে চাইলে টিএসসির পরিচালক এ এম মহিউজ্জামান বলেন, এ ধরনের কোনো নির্দেশনার ব্যাপারে তিনি জানেন না।
এর আগে গত ১৭ অক্টোবর টিএসসির পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাত আটটার মধ্যে টিএসসির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা হয়। প্রতিবাদ জানান সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ। তীব্র সমালোচনার মুখে সময় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।