
যুক্তরাষ্ট্র যাতে যুদ্ধ না বাঁধাতে পারে সেজন্য পারমাণবিক বোমার সুইচ সবসময় তার ডেস্কেই থাকে বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। নববর্ষ উপলক্ষে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে কিম জং উন একইসঙ্গে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি এবং চিরশত্রুরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন।
ভাষণে কিম বলেন, যুক্তরাষ্ট্রের পুরো ভূখণ্ডই উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের আওতায় রয়েছে। আর এটা কোনো নিছক হুমকি নয়, সত্যি।
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমস্যা মেটানোর ইঙ্গিত দিয়ে কিম বলেছেন, আসন্ন সিউল উইন্টার অলিম্পিকে একটা দল হয়ত পাঠাতে পারে তার দেশ। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গতবছর একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গত বছরই ষষ্ঠ ও সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষা।
গত বছরের শেষ প্রান্তে পিয়ংইয়ং যে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় তা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম বলে মত দিয়েছিলেন পশ্চিমা বিশেষজ্ঞরাও।
যার ফলশ্রুতিতে আন্তর্জাতিক অঙ্গনে নিরপেক্ষ এশিয়ার এই দেশটিকে নতুন নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক অবরোধের মুখোমুখি হতে হয়েছে। কিন্তু নববর্ষর ভাষণেও কিম বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা এবং ব্যালিস্টিক মিসাইল তৈরির পরিমাণ ও গতি আরও বাড়ানো উচিৎ বলে মনে করেন তিনি।