
গাইবান্ধায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত ফটো ও ভিডিও সাংবাদিকের সংগঠন গাইবান্ধা ফটো এন্ড ভিডিও জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের ১ম বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকালে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কুদ্দুস আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, পৌর মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা যুবলীগের সভাপতি সরদার শাহিদ হাসান লোটন,সহ সভাপতি হুমায়ন হক্কানী, যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক রিপন আকন্দ, সাধারন সদস্য ময়নুল ইসলাম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন গাইবান্ধা ডট নিউজের কায়সার রহমান রুমেল, সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি সুজন প্রসাদ, মানবজমিনের সাঘাটা প্রতিনিধি সোলায়মান আলী, সাপ্তাহিক গাইবান্ধার সংবাদের মোকছেদুর রহমান, ছদরুল আনাম, শাহনেওয়াজ বকুল, তুহিন সরকার, প্রমুখ।