
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ৩১ ডিসেম্বর রবিবার দুপুরে বিদ্যালয় চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল হোসেন।
প্রথমে দোয়া করা হয় পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আলী ছিদ্দিক, নলডাঙ্গা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার গাঙ্গুলী, নলডাঙ্গা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান সরকার, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন সরকার, অভিভাবক মলয় কুমার লাহিড়ী ও সাংবাদিক ডা. মো. সোলায়মান বাদশাহ প্রমুখ।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুমাইয়া ইয়াসমিন, সুমি ও শেখ ফরহাদ প্রমুখ।