
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের সাবেক জনপ্রিয় জুটি শাকিব-অপু জুটি। এক সাথে করা সত্তরটির বেশি ছবির প্রায় সবগুলোই হিট হয়েছিলো। কিন্তু ব্যক্তিগত জীবনের কোন্দলে এই জুটিকে এখন আর পর্দায় দেখা যাবে না। তবে নতুন জুটি প্রতিস্থাপনের জন্য নিজেই চেষ্টা করে যাচ্ছেন শাকিব। মাত্র দুই বছরের কম সময়ে প্রায় ৭ টি ছবিতে কাজ করেছেন বুবলীর সাথে। এরমধ্যে চারটি ছবি মুক্তি পেয়েছে। কিন্তু সেই ভাবে এই জুটির গ্রহণযোগ্যতা না বাড়লেও অনেকটা নিজের ক্ষমতা বলেই বুবলীকে নিয়ে একের পর এক ছবি করে যাচ্ছেন।
এদিকে জানা গেছে, বিভিন্ন ছবির প্রযোজক, এমনকি বিভিন্ন আয়োজকদের যেমন অনুরোধ করতেন অপুকে নেয়ার জন্য এখন ঠিক তেমনি অনুরোধ করছেন বুবলীর জন্য। চলচ্চিত্র শিল্পীরা সাধারণত অভিনয়ের বাইরে একাধিক বাণিজ্যিক শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি বা পারফর্মেন্স অনুষ্ঠানে নাচ গান করে রোজগার করেন। সেদিক দিয়ে আগামী বেশ কয়েকটি অনুষ্ঠানে দেখা যাবে শাকিব-বুবলী জুটিকে।
সম্প্রতি কলকাতার একটি স্টেজ শো’র পোস্টারে শোভা পাচ্ছে শাকিব বুবলীর ছবি। একইসাথে কলকাতার আরোকিছু স্টেজ প্রোগ্রামে পারফর্ম করবেন এই জুটি। এর ফাঁকে কলকাতার প্রতিষ্ঠিত প্রডাকশন হাউজগুলোতেও বুবলীকে নিয়ে যান শাকিব খান। তারা একাধিক মিটিংয়েও অংশ নেন। তাই খুব জলদি নতুন কিছু খবর পাওয়া যাবে এটিই স্বাভাবিক ব্যাপার।