
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শফিকুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি রাখালের মৃত্যু হয়েছে।
আজ শনিবার ভোর ৫টার দিকে উপজেলার দৈখাওয়া আমঝোল সীমান্তের ৯০৫ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব-পিলারের কাছে ভারতের অভ্যন্তরে নোম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
এলাকাবাসী জানায়, নিহত শফিকুল ইসলাম হাতীবান্ধা উপজেলার আমঝোল এলাকার জয়নাল আবেদিনের ছেলে। গুরু আনতে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে। সেখানেই সে নিহত হয়।
লালমনিরহাট-১৫ বিজিবি ও এলাকাবাসীসূত্রে আরও জানা যায়, শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তের ৯০৫ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাবপিলারের নিকট দিয়ে ভারতীয় গরু পারাপারকারী রাখালদের সহযোগিতায় কয়েকজন বাংলাদেশি গরু পারাপারকারী রাখাল ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। সেসময় কোচবিহার-১০০ বিএসএফ ব্যাটালিয়নের পাগলীমারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম মারা যায়।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ জানান, তিনি ঘটনাস্থলের পথে রওনা হয়েছেন। এ ঘটনায় কড়া প্রতিবাদপত্র পাঠিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।