
গাইবান্ধার পলাশবাড়ীতে সাজাপ্রাপ্ত ও মাদক মামলায় পরোয়ানাভূক্ত আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী মাহমুদ সাদাত সরকার ওরফে গামাকে (৫২) ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই তয়ন কুমার, এসআই আব্দুর রউফ সঙ্গীয় ফোর্সসহ সদরের হরিণমারী গ্রাম হতে ২০ পিস ইয়াবাসহ গামাকে আটক করা হয়। আটককৃত গামা উপজেলার মহদীপুর ইউনিয়নের জালাগাড়ী দূর্গাপুর গ্রামের ফজলুল বারী ছেলে।
থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ী মাহমুদ সাদাত সরকার ওরফে গামা ১ বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভূক্ত পলাতক আসামী। সে দীর্ঘদিন থেকে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল।
তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ে করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।