
এবার ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনার কবলে পড়েছে সাতটি বাস। এতে অন্তত আট যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আছাবুর রহমান সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ওসি আরো বলেন, ঘন কুয়াশার মধ্যে প্রথমে সেতুর ৪০ নম্বর পিয়ারের কাছে একটি বাস আরেকটি বাসকে ধাক্কা দেয়। এরপর তার পেছনে আরও সাতটি বাস একে একে সবাইকে ধাক্কা দিলে আটজন আহত হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
ওসি মো. আছাবুর রহমান সাংবাদিকদের এও জানান, দুর্ঘটনার পর প্রথমে ঢাকামুখী লেইনে, পরে উভয় লেইনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ দুর্ঘটনায় পড়া বাস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে বলে তিনি জানান। ভোর থেকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেতুর দুই পাশে শত শত গাড়ি আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার হাজার হাজার যাত্রী।