দশম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে টানা চতুর্থ জয়ের স্বাদ পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের পঞ্চম ম্যাচে মুম্বাই ৬ উইকেটে হারিয়েছে গুজরাট লায়ন্সকে। গতকাল দিনের প্রথম খেলায় টস হেরে ব্যাটিং করে ৪ উইকেটে ১৭৬ রান করে গুজরাট। জবাবে ৩ বল হাতে রেখে ৪ উইকেটে ১৭৭ রান করে মুম্বাই। এই জয়ে ৫ খেলায় ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রোহিত শর্মার দল। আর ৪ খেলায় ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে গুজরাট।
দিনের দ্বিতীয় ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্ট ২৭ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। টস হেরে প্রথমে ব্যাটিং-এ নেমে ৮ উইকেটে ১৬১ রান করে পুনে। জবাবে ৯ উইকেটে ১৩৪ রান করতে সক্ষম হয় ব্যাঙ্গালুরু।
প্রথম ম্যাচ জয়ের পর টানা তিন হারের স্বাদ পায় পুনে। অবশেষে পঞ্চম ম্যাচে এসে দ্বিতীয় জয়ের মুখ দেখলো তারা। ৫ খেলায় ৪ পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থানে উঠে পুনে। ৫ খেলায় ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকলো ব্যাঙ্গালুরু।সূত্র- বাসস