
পাকিস্তানকে ভেঙে চার টুকরো করে দেওয়ার দাবি করেছেন বিজেপি সাংসদ। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য এই মুহূর্ত থেকেই প্রস্তুতি শুরু করা উচিত বলেও মন্তব্য করেছেন সুব্রহ্মণ্যন স্বামী নামের ওই সাংসদ। তিনি এই দাবি করেছেন পাকিস্তানে বন্দি কুলভূষণ যাদব প্রসঙ্গে।
ভারতীয় নৌসেনার প্রাক্তন কর্মী কুলভূষণ যাদবকে গুপ্তচরবৃত্তির দায়ে গ্রেফতার করেছিল পাকিস্তান। কিন্তু কুলভূষণ যে ভারতের গুপ্তচর নন, সে কথা বার বার জানিয়েছে নয়াদিল্লি। কিন্তু সেই কথা পাত্তা দেয়নি ইসলামাবাদ। সে দেশের সামরিক আদালত কুলভূষণ যাদবকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে। সোমবার কুলভূষণের মা অবন্তী এবং স্ত্রী চেতনকুল তার সঙ্গে দেখা করতে পাকিস্তান যান।
সেখান থেকে ফিরেই তারা পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করেস। তাদের অভিযোগ, সাক্ষাতের সময় তাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি পাকিস্তান। এ নিয়ে পাকিস্তানের ব্যাপক সমালোচনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির বিরুদ্ধে সরব হয়ে ওঠেছে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতারাও।
এই ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার সুব্রহ্মণ্যন স্বামী বলেন,‘খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে…। পাকিস্তানকে ভেঙে চার টুকরো করে দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সময়টা এবার এসে গিয়েছে।’
তিনি বলেন, ‘পাকিস্তানে কুলভূষণের মা এবং স্ত্রীয়ের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা অনেকটা মহাভারতে বর্ণিত দ্রৌপদীর বস্ত্রহরণের মতো।’এই অপমানের প্রতিশোধ নিতে মোদি সরকারের প্রতি অবিলম্বে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করারও দাবি জানিয়েছেন এই বিজেপি সাংসদ। পাকিস্তান সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের জন্য সে দেশকে একাধিক খণ্ডে ভেঙে দেওয়াই একমাত্র পথ বলেও মন্তব্য করেন সুব্রহ্মণ্যন।
প্রসঙ্গত, ১৯৪৭ সালে উপমহাদেশ ভেঙে ভারত ও পাকিস্তান নামের দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে। তারপর থেকে দুটি দেশের মধ্যে একাধিকবার যুদ্ধ হয়েছে। তার মধ্যে ১৯৭১ ছাড়া সব যুদ্ধই কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে হয়েছে।
সূত্র: আনন্দবাজার