
চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা গ্রহণের সময় অপু বিশ্বাস বলেন, শাকিব খান বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র।
ঢাকাই ছবির অন্ধকার যুগ-পরবর্তী সময়ে চলচ্চিত্রে ইতিবাচক ভূমিকা রাখেন সফল জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। এই তারকা দম্পত্তির ৭৩ ছবির বেশির ভাগই জনপ্রিয়তা পায়। এই জন্য শাকিব-অপুকে বিশেষ সম্মাননা দেয় বাংলাদেশ ফিল্ম ক্লাব।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ফিল্ম ক্লাবের ২০ বছর পূর্তি উপলক্ষে এফডিসির আট নম্বর ফ্লোরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ফিল্ম ক্লাব কর্তৃক দেওয়া সম্মাননা গ্রহণের সময় অপু বলেন, ‘শাকিব খান বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র। তার সঙ্গে আমার প্রায় প্রতিটি ছবিই দর্শক ভালোবেসে গ্রহণ করেছে। শ্রেষ্ঠ জুটি হিসেবে আমাদের সম্মাণিত করায় আমি ফিল্ম ক্লাবের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
এসময় শাকিবপত্নী বলেন ‘আমি আমার নিজের জন্য, শাকিব খানের জন্য এবং আমাদের সন্তান জয়ের জন্য সবার কাছে দোয়া চাইছি। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমরা যেন ভালো থাকি।’
তবে শাকিব-অপু শ্রেষ্ঠ জুটির পুরষ্কার নিতে অপু বিশ্বাস অনুষ্ঠানে হাজির থাকলেও ছিলেন না শাকিব খান। তাই শাকিবের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী অপু বিশ্বাস।
এছাড়াও চলচ্চিত্র অঙ্গনে বিশেষ অবদানের জন্য মরণোত্তর সম্মাননা দেওয়া হয় নায়করাজকে। এদিন আরও অনেক গুণী শিল্পীদের সম্মাননা জানানো হয়। তারা হলেন- চিত্রপরিচালক আজিজুর রহমান, আমজাদ হোসেন, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী, চলচ্চিত্র প্রযোজক একেএম জাহাঙ্গীর খান, অভিনেত্রী ববিতা, নায়ক আলমগীর, কণ্ঠশিল্পী রুনা লায়লা, খুরশীদ আলম, শিল্পনির্দেশক মহিউদ্দিন ফারুক এবং চিত্রনায়ক ফারুক।
অভিনেতা ডিএ তায়েব, ঐতিহ্যবাহী সিনেমা হল লায়ন, এটিএন বাংলা, প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম এবং উইজার্ড মিডিয়া ডিরেক্টরিকেও বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।