
নিম্ন আদালতের বিচারকদের চাকরীর শৃংখলা সংক্রান্ত বিধির গেজেট প্রকাশ বিচার বিভাগের স্বাধীনতা নষ্ট হয়নি, ভাবমর্যাদা নষ্ট হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পাবলিক প্রসিকিউটরদের (পিপি) ও জেনারেল প্রসিকিউটরদের (জিপি) প্রশিক্ষণ কর্মশালায় তিনি এমন কথা বলেন।
আনিসুল হক বলেন, ১৯৯০ সালের মাজদার হোসেন মামলার রায়ের পর জজদের বিষয়ে একটি শৃঙ্খলা-বিধির প্রয়োজন ছিল। বিচার বিভাগ স্বাধীন হওয়ার দিন থেকেই এর প্রয়োজন অনুভুত হয়। কিন্তু কেউ সেটি তৈরি করেনি। যা আইন মন্ত্রণালয় করেছে।
মন্ত্রী আরো বলেন, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ এবং মাজদার হোসেন মামলার রায়ে আদালতের মতামত অনুযায়ী এটি করা হয়েছে। এতে বিচার বিভাগের কোনো স্বাধীনতা নষ্ট হয়নি বা ক্ষুণ্ন হয়নি।
তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে শেখ হাসিনার যে কমিটমেন্ট, তা আর কোনো সরকারের ছিল না। তাই আওয়ামীলীগ বা শেখ হাসিনার সরকার বিচারবিভাগের স্বাধীনতা রক্ষা করতে পারে।
তিনি বিএনপিসহ বিরোধীদলকে উদ্দেশ্য করে বলেন- ‘বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানসহ ১৮ জনকে হত্যার পর ২১ বছর পর্যন্ত যারা একটি মামলা্ও দায়ের করতে দেয়নি। কাজেই তাদের মুখে বিচার বিভাগের স্বাধীনতার কথা শোভা পায় না। মানায় না।