
গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহ বাজার নামক এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ১ এবং মেডিকেলে নেয়ার সময় অপর ১ জনসহ একই নামের ২ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুরে সদরের গিরিধারিপুর গ্রামের মুক্তার নামীয় ২ বন্ধু মোটরসাইকেল চালিয়ে উপজেলার বরিশাল ইউনিয়নে এক আত্মীয়ের বাড়ীতে পারিবারিক আকিকার দাওয়াত দিয়ে সদরে ফিরছিল।
এ সময় ঢাকা-রংপুর মহাসড়কে জুনদহ বাজার রংধনু হোটেলের সামনে বগুড়া অভিমুখে চলন্ত মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৯১২৩১) ও মোটোরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। মোটরসাইকেল চালক ওই গ্রামের হান্নান মিয়ার ছেলে মুক্তার (২৮) ঘটনাস্থলেই নিহত হয়।
এদিকে গুরুতর আহত মোটরসাইকেল অপর আরোহী একই গ্রামের ফার্ণিচার ব্যবসায়ী মুকুল মিয়ার ছেলে মুক্তার মিয়াকে (২৭) চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
মাইক্রোবাস চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল হতে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও মোটরসাইকেল উদ্ধার করে পলাশবাড়ী থানা হেফাজতে নেয়া হয়েছে।