
গাইবান্ধার পৌর পার্কে দু’দিনব্যাপী জলবায়ু মেলা উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সিএসআরএলের সহযোগিতা ও গাইবান্ধা জলবায়ু পরিষদের আয়োজনে জাতীয় সংগীত ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
এ উপলক্ষে একটি বিশাল র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই সুন্দরগঞ্জ সংসদ সদস্য এমপি গোলাম মোস্তফা আহম্মেদের মৃত্যুতে এক নিরবতা পালন করা হয়।
সিএসআরএল ও ইউনির্ভাসিটি অব গ্লোবাল ভিলেজের ভিসি ড. জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম, পৌর মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জলবায়ু পরিষদের সদস্য সচিব এ্যাড. জিএসএম আলমগীর প্রমুখ। মেলায় ১৫টি স্টল স্থান পায়।
পরে প্রধান অতিথি হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি স্টলগুলো ঘুরে দেখেন।