
বিনোদন ডেস্ক: হিচকীর মাধ্যমে বলিউডে পুনরায় ফিরে আসছেন রানী মুখার্জি। ‘হিচকী’ ছবি নিয়ে বেশ শোরগোল হয়। ছবির প্রথম পোষ্টার ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় এবং দর্শকরা বেশ আগ্রহী হয়ে উঠে এই ছবি নিয়ে। এবার বেরুলো এর ট্রেইলার। আর ট্রেইলারে বাজিমাত “হিচকী’।
স্পিচ ডিজর্ডার রোগী এক শিক্ষক। হয়তো এমন শিক্ষক আগে কেউ কখনো দেখেনি। একজন শিক্ষক হিসেবে যার কথা বলতে সমস্যা তাকে বিভিন্নভাবে অপদস্থ হতে হয়।তার উপর সে যখন নারী সমাজে তার কষ্টটা দ্বিগুন হয়ে যায়। শিক্ষক হিসেবেও তাকে অনেক সংগ্রাম করতে হয়। ছাত্রছাত্রীরাও ব্যাপারটি সহজে নিতে পারে না। কথায় কথায় যখন অদ্ভুত আওয়াজ করে হিচকী আসে কোনো শিক্ষকের মুখ দিয়ে ব্যাপারটা ওইসব বাচ্চাদের জন্য হাসিরই।
কিন্তু কষ্টের ব্যাপার হলো সেই মানুষটির কাছে যার এমন সমস্যা রয়েছে। কিন্তু তবুও সে দমে যায়নি। নিজের দুর্বলতাকে শক্তি বানিয়েছে সে। লড়াই করে গেছে সবার সাথে। এমনটাই ছবির মুল প্রতিপাদ্য। ট্রেইলারে তাই দেখানো হয়েছে। ট্রেইলার মুক্তির সাথে সাথে তা ইন্টারনেটে ছড়িয়ে পরে এবং সবাই হিচকী তথা রাণীর জয়জয়কার করতে শুরু করেছে। রানীর অভিনয় দুর্দান্ত হয়েছে। বুঝাই যায় যে বেশ ভালো ভাবেই ফিরে আসছেন রাণী ট্রেইলার দিয়ে দর্শক মাতানোর পর এবার হল কাপানো বাকি।
হিচকী নিয়ে রানী আগামী বছর ২০১৮ এর ফেব্রুয়ারির ২৩ তারিখ হাজির হবেন দর্শকদের সামনে। ছবিটি মণিশ শর্মার প্রযোজনায় নির্মিত। এটি মণিশের ৩য় ছবি। এর আগে তিনি ‘মেরি পিয়ারি বিন্দু’, ‘দম লাগাকে হাইসা’ ছবি দুটি নির্মান করেছিলেন।হিচকীর পরিচালনায় আছেন সিদ্ধার্থ পি. মালহোত্রা। তিনি এর আগে অর্জুন রামপাল, কাজল ও কারিনা কাপুর খান অভিনীত “উই আর ফ্যামিলি” ছবিটিতে কাজ করেছেন।