জেরুজালেম প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘আন্তর্জাতিক ভাড়াটে গুণ্ডা’ বলে অভিহিত করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। পবিত্রভূমি জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় তাকে ‘ভিলেন’ হিসেবেও আখ্যা দেন তিনি।
গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দেন ট্রাম্প। এ ঘোষণার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। ট্রাম্পের সিদ্ধান্তের জেরে কুয়ালালামপুরে মার্কিন দূতাবাসের সামনে এক বিক্ষোভে অংশ নেন ৯৩ বছর বয়সী মাহাথির মোহাম্মদ।
সমাবেশ তিনি প্রশ্ন তোলেন, ট্রাম্পের এ সিদ্ধান্তকে কেন সন্ত্রাসবাদ বলা হবে না? মাহাথির বলেন, আমরা আন্তর্জাতিক ভাড়াটে মস্তানকে দেখছি। ট্রাম্প, নিজের মতো কাউকে খুঁজে নিন। জেরুজালেম ইস্যুতে কিছু করলে মুসলিমরা ফুঁসে উঠবে।
মাহাথির আরো জানান, মার্কিন প্রেসিডেন্ট খেতাবধারী এই ভিলেনকে ঠেকাতে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব। এ ছাড়া মুসলিম দেশগুলোকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নেরও আহ্বান জানান তিনি।
জেরুজালেম ইস্যুতে মালয়েশিয়ার সেনাবাহিনী প্রস্তুত
মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিশামউদ্দিন হোসাইন বলেছেন, জেরুজালেমের যেকোনো প্রয়োজনে তার দেশের সেনাবাহিনী ভূমিকা রাখতে প্রস্তুত। এছাড়াও তিনি জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিয়ে ট্রাম্পের ঘোষণা পুরো মুসলিম বিশ্বের মুখে একটি ‘চপেটাঘাত’ বলে জানিয়েছেন।
মালয়েশীয় বার্তাসংস্থা বারনামাকে হিশামউদ্দিন বলেন, সম্ভাব্য যেকোনো সমস্যার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। মালয়েশিয়ার সেনাবাহিনী সব সময় প্রস্তুত। শীর্ষ নেতাদের কাছ থেকে শুধু নির্দেশনায় অপেক্ষায় আছে তারা।
তিনি আরো বলেন, আমরা দোয়া করি, এই সমস্যা যেন কোনো বিশৃঙ্খলা তৈরি না করে।
ফিলিস্তিনি ভূখণ্ড জেরুজালেমকে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে সারা দুনিয়াকে ক্ষেপিয়ে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ওই ঘোষণার সময় ইসরাইলে তার দেশের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে আনার কথাও জানান তিনি।
এর প্রতিক্রিয়ায় বিক্ষোভ হয়েছে বাংলাদেশ, তুরস্ক, মিসর, জর্দান, তিউনেসিয়া, আলজেরিয়া, ইরাকসহ বিশ্বের আরো অনেক দেশে।
বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার জাকার্তায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে কমপক্ষে ১০ হাজার ইন্দোনেশীয়।
১৯৬৭ সিরিয়া, মিসর এবং জর্দানের সঙ্গে যুদ্ধে জেরুজালেমের পূর্বাঞ্চল দখল করে ইসরাইল। এর আগে ১৯৪৮ সালের আরব-ইসরাইল যুদ্ধে পবিত্র এই শহরটির পশ্চিমাঞ্চল দখল করে তারা। পূর্ব জেরুজালেম দখলের ফলে পুরো শহরে প্রতিষ্ঠিত হয় ইসরাইলি নিয়ন্ত্রণ। যদিও আন্তর্জাতিক আইন অনুসারে, জেরুজালেম থেকে যায় ফিলিস্তিনের অংশ। সে আইনের তোয়াক্কা করে না ইসরাইল। এতদিন যুক্তরাষ্ট্রও জেরুজালেমকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি।