
বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে পলাশবাড়ীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনি মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। পরে বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পন করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম চৌধুরী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, জেলা নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম ও উপজেলা নির্বাচন অফিসার অফিসার শাহীনুর আলম তার সাথে ছিলেন।
পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, উপজেলা প্রসাশন, থানা পুলিশ, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, প্রেসক্লাব, জাতীয়পার্টি ও জাসদসহ অঙ্গ এবং সহযোগী সংগঠন, গণজাগরণ মঞ্চ, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, পেশাজীবি সংগঠনের পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন।
এদিকে, স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের অভ্যন্তরে এবং কিশোরগাড়ীর পশ্চিম রামচন্দ্রপুর বধ্যভূমিতে পৃথক ভাবে পুষ্পমাল্য অর্পনসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে মহান বিজয় দিবস উদয্াপন ছাড়াও অফিস-আদালত, ব্যবসা-প্রতিষ্ঠান, বাসা-বাড়ী সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এর আগে এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, আনুষ্ঠানিক সমাবেশ, কুচকাওয়াজ-ডিসপ্লে ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। শিশু-কিশোরদের জন্য চলচিত্র প্রদর্শন করেন স্থানীয় সিনেমা হল ও কেবল অপারেটর।
এস.এম সরকারি হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধের স্থির চিত্র প্রদর্শনী।
বীর মুক্তিযোদ্ধা-যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাৎ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগ উপদেষ্টা সদস্য সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, গোলাম সরোয়ার প্রধান বিপ্লব ও জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান প্রমুখ। সঞ্চালনায় ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।
বীর মুক্তিযোদ্ধা-যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ জাতির শান্তি, সুখ-সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ-মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত-প্রার্থনা করা হয়। হাসপাতাল-এতিমখানায় উন্নত খাবার পরিবেশন, স্থানীয় ড্রীমল্যান্ড পার্ক শিশুদের জন্য উন্মুক্ত রাখা হয়। বিকেলে উপজেলা প্রশাসন একাদশ বনাম সুধী একাদশ প্রীতি ফুটবল খেলা। সন্ধ্যায় পুরস্কার বিতরণ, ফানুস উড়াল শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করা হয়।