
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে দীর্ঘ ১৫ বছর ধরে কিশোরগাড়ী, পলাশবাড়ী ও বরিশালসহ ৩ ইউনিয়ন নির্বাচনের দাবিতে ভোটাধিকার বাস্তবায়ন কমিটির আহবানে চলমান আন্দোলন ও কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেলে এক বিক্ষোভ মিছিল সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমাথা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ ও ভোটাধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, আওয়ামী লীগ নেতা এনামুল হক মকবুল, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ভোটাধিকার বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুস সোবাহান মন্ডল বিচ্চু, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন, শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, যুবলীগ নেতা মাজেদুর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস, বরিশাল ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম, কিশোরগাড়ী ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফিজার রহমান মন্ডল গাইবান্ধা জেলা পিকআপ (যান্ত্রিক) মালিক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম প্রমুখ।
ভোটাধিকার বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দরা সমাবেশে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেন, ৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী ২০ এপ্রিল পর কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে উল্লেখ্য করেন। সমাবেশটি সঞ্চালন করেন শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত।