
দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের শনিবার সংবর্ধনা দেয়া হয়। গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।
জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদের নির্বাহী প্রধান একেএস মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মিজানুর রহমান, সাবেক এমপি ওয়ালিউর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, শাহ শরিফুল ইসলাম বাবলু, মোজাম্মেল হক মন্ডল, মবিনুল হক জুবেল, গৌতম চন্দ্র মোদক প্রমুখ।