সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশে মার্কিন যুদ্ধবিমানের হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৩ বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। ব্রিটেনভিত্তিক সিরিয়ার কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর জানিয়েছে।
সংস্থাটি বলেছে, ‘বুধবার সন্ধ্যার আগে চালানো মার্কিন বিমান হামলায় অন্তত ২৩ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে যাদের মধ্যে ছিল ৮ শিশু ও ৬ নারী। দজলা নদীর পূর্ব তীরে জঙ্গি গোষ্ঠী আইএসের নিয়ন্ত্রিত একটি গ্রামে ওই হামলা চালানো হয়।’
সিরিয়ান অবজারভেটরি আরো বলেছে, নিহত ২৩ ব্যক্তি একই পরিবারের সদস্য এবং তারা মার্কিন বিমান হামলা শুরু হলে একটি আশ্রয়কেন্দ্রে চলে গিয়েছিলেন। মার্কিন যুদ্ধবিমান থেকে ওই আশ্রয়কেন্দ্রের ওপর বোমা নিক্ষেপ করা হয়।
জাতিসংঘের ম্যান্ডেট কিংবা সিরিয়া সরকারের অনুমোদন ছাড়া ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ার অভ্যন্তরে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের বিরুদ্ধে হামলা চালানোর দাবি করলেও বেশিরভাগ ক্ষেত্রে মার্কিন বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়।
এ ছাড়া, মার্কিন বাহিনী বহুবার সিরিয়ার সেনা অবস্থানে হামলা চালিয়ে পরে দাবি করেছে, তারা আইএস সন্ত্রাসী ভেবে ভুল করে সিরিয়ার সেনা অবস্থানে বিমান হামলা চালিয়েছে।
সিরিয়া থেকে ৪০০ মার্কিন মেরিন সেনা সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট। উগ্র তাকফিরি গোষ্ঠী আইএসের কবল থেকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা শহর পুনরুদ্ধারে কুর্দি যোদ্ধাদের সহযোগিতা দিয়েছেন এসব মার্কিন সেনা।
জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রাকা শহর সন্ত্রাসীমুক্ত হওয়ায় এবং উগ্র তাকফিরি গোষ্ঠী আইএস পরাজিত হওয়ায় মার্কিন মেরিন সেনাদের স্বদেশে ফিরিয়ে নেয়া হচ্ছে।’
জোটের অপারেশন ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল জোনাথন ব্রাগা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সুবিধামত সময়ে আমরা আমাদের সেনাদের সরিয়ে নিচ্ছি। তবে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সিরিয়া এবং ইরাকে আমাদের মিত্র পক্ষগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে।’
গত মাসে দামেস্কের সরকার বিরোধী মার্কিন মদদপুষ্ট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ দায়েশকে হটিয়ে রাকা শহরের নিয়ন্ত্রণ নেয়। ২০১৪ সালে আইএস রাকা দখলে নেয় এবং শহরটিকে তাদের খেলাফতের কথিত ‘রাজধানী’ হিসেবে ঘোষণা করে।
তবে বিদেশী মদদপুষ্ট এসডিএফ যোদ্ধারা রাকা শহর পুরোপুরি ‘মুক্ত’ করার যে ঘোষণা দিয়েছিল তা প্রত্যাখ্যান করে সিরিয়ার সরকার। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, রাকা শহর সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত এটিকে ‘অধিকৃত শহর’ হিসেবেই বিবেচনা করা হবে।
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-জোর প্রদেশ থেকে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসের অন্তত ২২ জন কমান্ডারকে হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার সরকারি সেনাদের অগ্রাভিযানের মুখে মার্কিন সেনারা এ কাজ করল।
একটি সামরিক ও কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থা বৃহস্পতিবার বলেছে, সিরিয়ার সেনাদের সফল অভিযানের মুখে যুক্তরাষ্ট্রের সেনারা আইএস সন্ত্রাসীদেরকে নিরাপদ অঞ্চলে নিয়ে গেছে।
অজ্ঞাত ওই সূত্র বলেছে, গত ২৬ আগস্ট প্রথম দুই আইএস সন্ত্রাসীকে হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে পৌঁছে দেয় এবং যুক্তরাষ্ট্র এ পর্যন্ত অন্তত তিনদফা সন্ত্রাসীদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দিল। প্রথম দিন ইউরোপীয় বংশোদ্ভূত দুই আইএস কমান্ডার ও তাদের পরিবারকে দেইর আয-জোর থেকে হেলিকপ্টারে করে নিরাপদে সরিয়ে নেয় মার্কিন সেনারা।
এরপর ২৮ আগস্ট এ ধরনের আরেক অভিযানে আইএসের ২০ জন কমান্ডারকে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজরাভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছিল। তবে যুক্তরাষ্ট্র এসব খবর মিথ্যা বলে নাকচ করেছে।