1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
১৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে “সংবাদ সম্মেলন করে অপরাধ ঢাকার চেষ্টা: অভিযুক্ত ডায়াগনস্টিক সেন্টার মালিক পক্ষের। খাগড়াছড়িতে ধর্ষণ বিরুধী আন্দোলনে হামলার প্রতিবাদে গাইবান্ধায় সিপিবি’র বিক্ষোভ পলাশবাড়ীতে ফিলিং স্টেশন ও বেকারীতে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় গাইবান্ধা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বাজার স্থিতিশীল রাখতে বিদ্যমান সার নীতিমালা ২০২৯ বহাল রাখার দাবী পলাশবাড়ীতে বাংলাদেশ খেলাফত মজলিস-এর জরুরী মাশোয়ারা কোচিং বাণিজ্য ও আইন প্রয়োগ, শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ অরক্ষিত! ‎”মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে” ‎লালমনিরহাটে শারদীয় দুর্গোৎসবের শুভ উদ্বোধন করলেন হাঙ্গেরীর কনসাল পোলানেক ‎লালমনিরহাটে আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার পলাশবাড়ীর পবনাপুর ইউপি কার্যালয়ে তালা, সেবা থেকে বঞ্চিত কয়েক হাজার মানুষ

কাশ্মীরে তুষারপাত, নিখোঁজ ৫ ভারতীয় সেনা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭
  • ৩২ বার পড়া হয়েছে

অধিকৃত জম্মু কাশ্মীরে প্রবল তুষারপাতের কবলে পড়ে পাঁচ ভারতীয় সেনা জওয়ান নিখোঁজ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় উপত্যকার বিভিন্ন এলাকায় প্রবল তুষারপাত হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, সোমবার রাতে নওগাম ও কুপওয়ারায় ভারি তুষারপাতের সময় নিখোঁজ হয়েছেন পাঁচ সেনা জওয়ান। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে উদ্ধার অভিযান।

জানা গেছে, মঙ্গলবার জম্মু কাশ্মীরের বান্দিপোরা জেলায় লাইন অফ কন্ট্রোল বরাবর এক সেনা ঘাঁটির কাছে তুষার ধস নেমেছে। গত জানুয়ারি মাসে উপত্যকার গুরেজ এলাকায় তুষারপাত ও প্রাকৃতিক বিপর্যয়ে ১০ সেনা জওয়ানের মৃত্যু হয়। এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে। ফলে চিন্তিত হয়ে পড়েছে ভারতীয় সেনা।

মুসলিম প্রধান জম্মু-কাশ্মীর উপত্যকায় মোতায়েন ভারতীয় নিরাপত্তা বাহিনীকে সহিংসতা সৃষ্টিকারীদের খতম করার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। ফলে সেখানে স্বাধীনতাকামীদের বিরুদ্ধে দমন অভিযান আরো তীব্র করা হবে বলে এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআই’কে জানিয়েছেন।

কাশ্মীর পরিস্থিতি নিয়ে ১৫ নভেম্বর দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠক থেকে ওই নির্দেশ দেয়া হয়। সম্প্রতি কাশ্মির উপত্যকায় সহিংসতার হার বেড়ে গেছে এবং জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে হত্যা করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারামন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তরা অংশ নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, জঙ্গিদের বিরুদ্ধে অভিযান আগের চেয়ে অনেক কঠোর করা হবে। উপত্যকায় স্থায়ী শান্তি আনার প্রচেষ্টা হিসেবে সরকার সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করতে ধনেশ্বর শর্মাকে বিশেষ প্রতিনিধি নিয়োগ দিলেও দমন অভিযান চলবে।

নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে কাশ্মীর উপত্যকায় জঙ্গি বিরোধী অভিযান জোরদার করেছে।

জম্মু-কাশ্মীর পুলিশের মহাপরিচালক এসপি ভাইদ সম্প্রতি বলেন, চলতি বছর নিরাপত্তা বাহিনী কাশ্মীরে ১৭০ জনের মতো জঙ্গিকে হত্যা করেছে।

ফিলিস্তিনীদের স্বাধীনতা সংগ্রাম দমনের অভিজ্ঞতা নিয়ে কাশ্মীরিদের স্বাধীনতা আন্দোলন দমনে ভারতকে কৌশল শেখাচ্ছে ইসরাইল। এরই অংশ হিসেবে ইসরাইলি সেনাবাহিনীর মেজর জেনারেল ইয়াকুভ বারাক সম্প্রতি জম্মুতে ভারতীয় সেনাবাহিনীর নর্দান কমান্ডের সদর দফতর সফর করেছেন। সেখানে তিনি ভারতের সেনা কমান্ডার ও সিনিয়র অফিসারদের সঙ্গে মত বিনিময় করেন। কাশ্মীর মিডিয়া সার্ভিস বুধবার এই খবর দেয়।

ভারতীয় সেনা বাহিনীর মুখপাত্র কর্নেল এন এন জোসি জম্মুতে সাংবাদিকদের জানান, জেনারেল বারাক ইসরাইলি সেনাবাহিনীর আরো কয়েকজন সেনা কর্মকর্তাসহ জম্মুর উদমপুরে নর্দান কমান্ড সদর দফতর সফর করেছেন। দিল্লিতে নিযুক্ত ইসরাইলি দূতাবাসের প্রতিরক্ষা এট্যাশেও ইসরাইলি জেনারেলের সঙ্গে ছিলেন। ইসরাইলি পদাতিক বাহিনীর এই জেনারেল ভারতের লে. জেনারেল দেবরাজ আনবুর সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

এখানে উল্লেখ করা প্রয়োজন যে ভারত ও ইসরাইল যখন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হিসেবে উল্লেখ করে তা দিয়ে ভারত অধিকৃত কাশ্মীরে স্বাধীনতাকামীদের দমনে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের ব্যবহার করা কৌশলগুলোকে বুঝায়।

আলোচনাকালে ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকজন কমান্ডার উপস্থিত ছিলেন।

প্রকাশিত খবর উল্লেখ করে কাশ্মীর মিডিয়া জানায়, গাজা ও পশ্চিম তীরে স্বাধীতাকামী কণ্ঠগুলোকে থামিয়ে দিতে ইসরাইলি বাহিনীর নেয়া ব্যবস্থাগুলো সম্পর্কে ইসরাইলি পদাতিক বাহিনীর জেনারেল ভারতীয় সেনা কমান্ডারদের ব্রিফ করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft