ইতিমধ্যে কমতে শুরু করেছে ফেইসবুকে বিভিন্ন পেইজের লাইকের সংখ্যা। ভেরিফাইট কিংবা ননভেরিভাইট সবরকম পেইজেরই লাইকের সংখ্যা কমতে শুরু করেছে।
বিষয়টি আচ করতে পেরে অনেকই একটু হতাশাগ্রস্থ হয়ে পরেন। কারন অনেক পেইজই প্রমোট (বুষ্ট) করে লাইক বাড়ানো হয়েছে। তবে মূল ব্যাপার হচ্ছে গত বুধবার থেকে ফেসবুক কর্তৃপক্ষ এই ফেক অ্যাকাউন্ট বাছাই এর কাজ শুরু করেছে। ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করে অ্যাকাউন্ট সন্দেহজনক মনে হলে সেটি বন্ধ করে দিচ্ছে ফেসবুক। বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং সৌদি আরবে সবেচয়ে বেশি ফেক অ্যাকাউন্ট রয়েছে বলে জানিয়েছে ফেসবুক। ফেক আইডি বন্ধের এই অভিযান আগামী ছয় মাস চলবে। আর এ কারনেই ঐসব পেইজে লাইক দেয়া ফেইক আইডি বন্ধ হয়ে যাওয়ায় লাইক কমে গেছে।