
নাটোরের পারিবারিক কোন্দলে আলম নামের এক ব্যক্তি নিজের মা বিলকিস বেগম ও সন্তান আলিফকে কুপিয়ে হত্যা করেছে, এ ঘটনায় বাবা শাহাদৎ আহত হয়েছে। তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
রবিবার রাত ৮টার দিকে নাটোর সদরের দস্তানাবাদ এলাকায়। এসময় এলাকাবাসী ধাওয়া করে করে ঘাতক আলমকে আটক করে পুলিশে দিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পারিবারিক বিরোধের জের ধরে নাটোর সদর উপজেলার দস্তনাবাদ গ্রামের ফলচাষি আলম রবিবার রাত ৮টার দিকে তার বাবা শাহাদৎ হোসেন, মা বিলকিস বেগম ও নিজ সন্তান আলিফকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে মা বিলকিস বেগম ও সন্তান আলিফ ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত বাবা শাহাদৎকে এলাকাবাসী উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে এলাকাবাসী ধাওয়া করে আলমকে আটক করেছে।
এর আগে নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকায় অঙ্গন (১৯) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত অঙ্গন নাটোর সদর উপজেলার রফিকুল ইসলামের ছেলে। তার মা পপি খাতুন ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্যা।
বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়ভাবে জানা যায়, অঙ্গন ছোট বেলা থেকেই শহরের কান্দিভিটুয়ায় নানার বাড়িতে থাকতো। সে একটি জুতার দোকানে কর্মচারী হিসাবে কর্মরত ছিল। দীর্ঘদিন যাবৎ সে এলাকার যুবলীগ নেতাকর্মীদের সাথে উঠাবসা করতো। বুধবার রাত ১০টার দিকে অঙ্গন দোকান থেকে বের হয়ে বাসায় ফেরার পথে কান্দিভিটুয়া জামে মসজিদের পাশে ফাঁকা খেলার মাঠে নিয়ে দুর্বৃত্তরা অঙ্গনকে ধারালো অস্ত্র দিয়ে হাত, মুখ ঘাড়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর অবস্থায় ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মশিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ অঙ্গনের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ বিষয়ে মামলা হয়েছে।
নাটোর চিনিকল ও নর্থ বেঙ্গল সুগার মিলসে চিনি উৎপাদন শুরু
নাটোর চিনিকল ও নর্থ বেঙ্গল সুগার মিলসে চলতি ২০১৭-১৮ মৌসুমের উৎপাদন শুরু হয়েছে।
শুক্রবার বিকেলে প্রায় একই সময়ে পৃথকভাবে মিল দুইটিতে ডোঙ্গায় আখ নিক্ষেপ করে চলতি আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
নাটোর চিনিকলে আখ চাষী হাজী মোকছেদ আলী ডোঙ্গায় আখ নিক্ষেপ করেন এবং নর্থবেঙ্গল সুগার মিলে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ ডোঙ্গায় আখ নিক্ষেপ করে আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় দুইটি চিনিকলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব আরশেদ আলী, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চিফ অব পার্সোনাল আবুল রফিক, প্রকল্প প্রধান আরশেদ আলী, নাটোর চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শহিদুজ্জান, নর্থবেঙ্গল সুগার মিলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সেলিম, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, সাবেক সিবিএ সভাপতি আব্দুল জলিল পান্না, আওয়ামী লীগ নেতা ইছাহাক আলী প্রমুখ।
চিনিকল দু’টি সূত্রে জানা যায়, মিল দুটিতে এবার চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৪ হাজার ৪৫ মেট্রিক টন। এরমধ্যে চলতি মৌসুমে নাটোর চিনি কলে ৭ দশমিক ৭৫ ভাগ হারে আহরণের মাধ্যমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার ৯০ মেট্রিক টন। এজন্য আখের প্রয়োজন দেখানো হয়েছে ১ লাখ ৬শ’মেট্রিক টন আখ।
অপরদিকে লালপুর উপজেলার নর্থবেঙ্গল সুগার মিলে এবার ৭ দশমিক ৫ হারে চিনি আহরণে ২ লাখ ২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১৫ হাজার ৪৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।
এবার এই সুগার মিলের নিজস্ব ফার্মের আড়াই হাজার একর এবং আখ চাষীদের ১৬ হাজার ১ শ’ ৭২ একর জমিতে আখের আবাদ হয়েছে। ২০১৬-১৭ মাড়াই মৌসুমে এ মিলে ৯ হাজার ৯ শ’ ৪৫ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছে।
নাটোর চিনিকলের জিএম (অর্থ) ওয়াকার হাসান জানান, গত মৌসুমে চিনি উৎপাদনের লক্ষ্য ধরা ছিল ১২ হাজার ৪০ মেট্রিক টন। কিন্তু উৎপাদিত হয়েছে মাত্র ৬ হাজার ৯০ মেট্রিক টন। গত মৌসুমে নাটোর চিনিকলকে ৩৬ কোটি ৭২ লাখ টাকা লোকসান গুনতে হয়েছে।