
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সমস গ্রামে পুকুরের পানিতে ডুবে ভাই- বোনের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশের পুকুর থেকে ভাই- বোনের লাশ উদ্ধার করা হয়। তারা বাড়ির বাইরে খেলতে গিয়ে সবার অলক্ষ্যে কোন এক সময় পুকুরে পরে গিয়েছিল। নিহতরা হলো ঐ গ্রামের তাজুল ইসলামের পুত্র মেহেদী হাসান (২ বছর ৭ মাস) ও আব্দুল লতিফের কন্যা লীজা আক্তার (৩)।
তারা দু’জন আপন চাচাত-জ্যাঠাত ভাই-বোন। ইউপি সদস্য- ফারুক হোসেন জানান, সন্ধ্যায় প্রতিবেশী এক মহিলা পুকুরের পানিতে নামলে নিহত লীজা তাঁর পায়ে লাগে। এরপর নিখোঁজ মেহেদীরও লাশ ঐ পুকুর থেকেই উদ্ধার করেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান-শহীদুল ইসলাম জানান, খেলতে গিয়ে কোন এক সময় শিশু দু’টি পুকুরের পানিতে ডুবে মারা যাওয়ায় পরিবার দ’টিতে শোকের মাতম চলছে।