
চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, ক্ষেতমজুরদের জন্য পল্লী রেশনিং চালুর দাবীতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি’র ডাকে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা সাধারণ সম্পাদক ময়নুল কবীর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, ক্ষেতমজুর সমিতি, কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুর রহমান দুদু, কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান মইশাল, সদর উপজেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন।
এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক আসমানি আক্তার আশা প্রমুখ।
বক্তারা অবিলম্বে চালের দাম কমানোর জোর দাবী জানান এবং ক্ষেতমজুরদের জন্য রেশন কার্ডের ব্যবস্থা করার দাবি জানানো হয়।